Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মন্ত্রীসভা থেকে তাড়িয়েছেন মোদী! বাবুলের বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে বোম ফাটিয়ে নাচানাচি স্থানীয়দের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নয়া ক্যাবিনেটের রদবদল। মন্ত্রীত্ব হারালেন বাবুল। এই খবর ছড়াতেই আসানসোলে বাবুলের বাড়ির সামনে ছড়ায় বিশৃঙ্খলা।
ব্যান্ড বাজিয়ে বোম ফাটিয়ে নাচানাচি করতে থাকেন একদল যুবক। অনুমান, সদ্য তৃণমূলে আসা মদন মোহন চৌবে সহ তৃণমূলকর্মীরা এই উল্লাসে মেতে ওঠেন।

মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রীর পদে ছিলেন বাবুল। প্রথমবারের মতো মোদী সরকারের দ্বিতীয় টার্মেও প্রতিমন্ত্রী ছিলেন আসানসোলের সাংসদ।

এদিন সকালে পদত্যাগের খবর ছড়াতেই চাঞ্চল্য। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ইস্তফার খবর স্বীকার করে বাবুল লেখেন, ‘আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাই আমি প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি।’ মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রীর পদে ছিলেন বাবুল।

একইসঙ্গে ওই সোশ্যাল পোস্টে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বাবুল লিখেছেন- ‘প্রতিমন্ত্রী হিসেবে দেশের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।’

এখানেই শেষ নয়, তিনি লিখেছেন, ‘কোনও দুর্নীতির কলঙ্ক ছাড়া আমি আমার কেন্দ্রের জন্য কাজ করতে পেরেছি। ২০১৯-এ তাঁর ফলস্বরূপ তিনগুণ ভোটে আমাকে জয়ী করে আসানসোল।’

Leave a Reply

error: Content is protected !!