Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বাংলার পর এবার বিহারে ভুয়ো বিচারপতির রমরমা, গ্ৰেফতার ২

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভুয়ো আইএএস অফিসার এবং ভুয়ো সিবিআই কর্তার পর এ বার আদালতের বিচারক এবং অকশন অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে । প্রতারণা করা হয়েছে প্রায় কোটি টাকা । তদন্তে নেমে প্রতারণা রহস্যের কিনারা করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের বাজেয়াপ্ত করা গাড়ি এবং গম নিলামে পাইয়ে দেওয়ার নাম করে শিলিগুড়ির ৩ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৯৪ লক্ষ টাকা নেওয়া হয়েছিল । এই ঘটনায় ভিন রাজ্যে অভিযান চালিয়ে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বিহারের কিষানগঞ্জের অ্যাডিশনাল সেশন আদালতের বিচারক ও অকশন অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে ওই প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ ।

 

তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে বিহারের কিষানগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সমীর কুমার দুবে এবং মহম্মদ ফাহেক আলমকে গ্রেফতার করেছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । সমীর কুমার দুবে কিষানগঞ্জ এবং ফাহেক ডালখোলার বাসিন্দা বলে জানা গিয়েছে । ধৃতদের কিষানগঞ্জ আদালতে তুলে তিনদিনের রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে ।

Leave a Reply

error: Content is protected !!