দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা বিএসএনএল ও এমটিএনএল। অর্থমন্ত্রকএমনই চায় বলে দাবি করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস। এবিষয়ে অর্থমন্ত্রক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। দুই সংস্থা বন্ধ করে দেওয়ার জন্য ৯৫ হাজার কোটি টাকা খরচ হবে যোগাযোগ মন্ত্রকের।
ধুঁকতে থাকা দুই সংস্থার ১ লাখ ৬৫ হাজার কর্মীর ভিআরএস এবং সংস্থার বিভিন্ন ঋণ মেটাতে ওই ৯৫ হাজার কোটি টাকা খরচ হবে। ফিনান্সিয়াল এক্সপ্রেস নিজেদের খবরে দাবি করেছে যে, ইতিমধ্যেই বিএসএনএল ও এমটিএনএলকে কর্মীদের হিসেব করতে বলা হয়েছে। তার উপরেই নির্ভর করবে দুই সংস্থা বন্ধ করে দিতে কত খরচ হবে কেন্দ্রের।