দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: খবর মোটেও সুবিধের নয়। দেশের কোনায় কোনায় মোদী সরকারের উন্নয়ন আর বিকাশ। আর সেই বিকাশ এবার আছড়ে পড়ল রেলেও। ট্রেনে চড়লে এ বার যথেষ্ট টাকা খরচ করতে হবে। দীর্ঘ দিনের সস্তার টিকিটের বিষয়টিও এ বার ভুলতে হবে। কারণ আগামীদিনে ভারতীয় রেলওয়ের নীতি নির্ধারণ ও পদক্ষেপগুলি বাড়াতে পারে ট্রেনের ভাড়া। আপাতত এমনই ইঙ্গিত মিলছে।
বিশেষজ্ঞদের মতে ট্রেনের বেসরকারিকরণের সূত্র ধরে ভাড়ার ক্ষেত্রে নানারকম ছাড় শীঘ্রই উঠে যেতে পারে। প্ল্যাটফর্ম টিকিট ও পার্কিং টিকিটে চাপতে পারে নানা শুল্ক। ইতিমধ্যে তার অল্পবিস্তর ইঙ্গিতও মিলেছে। বর্তমানে যে ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনগুলি চালানো হচ্ছে, সেগুলির ভাড়া মূল ভাড়ার থেকে প্রায় ৩০ শতাংশ বেশি। লকডাউনের আগে ভাড়ার ক্ষেত্রে যে ছাড়গুলি ছিল, ইতিমধ্যেই তার অনেকটাই তুলে দেওয়া হয়েছে। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে আসুন দেখে নেওয়া যাক, ট্রেনের ভাড়া বৃদ্ধিতে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ হতে পারে।