Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘‌পুজোমণ্ডপকেও রাজনৈতিক আখড়া করতে হল?’‌ মোদীকে প্রশ্ন সুজনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘‌পুজোমণ্ডপকেও রাজনৈতিক আখড়া করতে হল?’‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনটাই প্রশ্ন করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতায় বিজেপি–র দুর্গাপুজোর উদ্বোধনকে ঘিরে প্রায় সকল বিরোধী দলেরই সমালোচনার মুখে পড়েছেন মোদী। এবার সুর চড়ালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‌পুজোমণ্ডপের উদ্বোধন বা তাকে কেন্দ্র করে ভার্চুয়াল ভাষণ সেটাকেও কি রাজনৈতিক আখড়া করতে হল?’‌

দুর্গাপুজোর কৌলিন্য ম্লান করে বাঙালির সবচেয়ে বড় উৎসবকে কলূষিত করেছে বিজেপি। এই অভিযোগ তুলে সুজনবাবু বলেন, ‘‌বিজেপি–র ভাবমূর্তি হালকা হতে হতে কোথায় গিয়েছে?‌ পুজোমণ্ডপেও রাজনীতি করার সুযোগ ছাড়ছে না।’‌ ভার্চুয়াল পুজো উদ্বোধনের সমালোচনা করতে গিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন সুজন চক্রবর্তী। তাঁর কথায়, ‘‌যেভাবে মুখ্যমন্ত্রী কলকাতায় বসে কোচবিহারের পুজোর উদ্বোধন করেছেন তাতে কিন্তু পুজোর মর্যাদা নষ্ট হয়। এবার সেই পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী।’‌

এদিন বাঙালির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ এত বাঙালি–প্রীতি কেন প্রধানমন্ত্রীর? সেই প্রশ্নই এদিন করলেন সুজনবাবু। তিনি বলেন, ‘‌বাঙালির আবেগ বলতে যা যা বোঝায় আজ নরেন্দ্র মোদী সব বললেন। কিছুই বাকি রাখেননি।’‌ এর পেছন কী কারণ রয়েছে তাও খুঁজে পেয়েছন এই বাম নেতা। তার মতে, ‘‌প্রধানমন্ত্রী জানেন যে বাংলা ও বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে বিজেপি। তাই বাংলা নিয়ে এত কিছু বললেন তিনি। তবে পুজোমণ্ডপকে রাজনৈতিক আখড়া হিসেবে ব্যবহার করতে গিয়ে এদিন ধরা পড়ে গিয়েছেন তিনি।’‌

 

 

Leave a Reply

error: Content is protected !!