Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আজ বিকেলে কলকাতায় আসছেন মোদী, একনজরে দেখে নিন প্রধানমন্ত্রীর সফরনামা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বিকেলে শহরে পা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের এই সফরে কলকাতা, হাওড়া মিলিয়ে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর। এক নজরে দেখে নিন প্রধানমন্ত্রীর দু’দিনের কর্মসূচি-

  • শনিবার বিকেলে দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী
  • সেখান থেকে সড়কপথে যাবেন বিবাদী বাগ
  • সড়কপথের বদলে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁকে রেসকোর্স পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে
  • বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিবাদী বাগের ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে একটি প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, মেটকাফে হাউস-সহ মোট পাঁচটি বিল্ডিংকে ‘ন্যাশনাল হেরিটেজ’ হিসেবে ঘোষণা করবেন মোদী
  • ওই কর্মসূচির পর মিলেনিয়াম পার্কে যাবেন প্রধানমন্ত্রী
  • মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাস্টের উদ্যোগে হাওড়া ব্রিজের ‘লাইট অ্যান্ড সাউন্ড’ উদ্বোধন করার কথা তাঁর
  • মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষ হওয়ার পর মোদী যাবেন বেলুড় মঠে
  • মিলেনিয়াম পার্ক থেকে প্রধানমন্ত্রী সড়কপথে বেলুড় মঠ যাবেন, নাকি গঙ্গা দিয়ে তা এখনও ঠিক হয়নি
  • রাতে বেলুড় মঠ থেকে রাজভবনে আসবেন প্রধানমন্ত্রী
  • রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বৈঠক হতে পারে তাঁর
  • রবিবার সকাল ১১টায় রাজভন থেকে নেতাজি ইনডোরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
  • তারপর রওনা দেবেন বিমানবন্দরের উদ্দেশে
  • বিকেলের আগেই দিল্লি উড়ে যাবেন মোদী

Leave a Reply

error: Content is protected !!