Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

করোনা ছড়িয়েছেন মোদী! এবার প্রধানমন্ত্রীকে একহাত নিলেন আইএমএ’র ভাইস প্রেসিডেন্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের বর্তমান করোনা পরিস্থিতির জন্য দায়ী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই দাবি করলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. নভজ্যোত দাহিয়া। তাঁর দাবি করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীরা দিনরাত লড়াই করে যাচ্ছেন। অন্যদিকে একের পর এক রাজনৈতিক জমায়েত করছেন প্রধানমন্ত্রী।

ডা. নভজ্যোত দাহিয়া জানিয়েছেন, ‛চিকিৎসকরা একদিকে করোনা সুরক্ষাবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। অন্যদিকে কোনো রকম সুরক্ষা বিধি না মেনে রাজনৈতিক সমাবেশ করছেন প্রধানমন্ত্রী।’ তিনি আরও বলেন, স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতেও ব্যর্থ প্রধানমন্ত্রী। গত বছর যখন দেশে প্রথম করোনা ছড়িয়ে পড়েছিল। তখন প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। গত এক বছর ধরে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে কোনো উদ্যোগ নেননি তিনি।

শুধু তাই নয়, অক্সিজেন সঙ্কট নিয়েও কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করেছেন ডা. নভজ্যোত দাহিয়া। আন্তর্জাতিক মহলে যখন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা চলছে। তখন এই একই বিষয় নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Leave a Reply

error: Content is protected !!