Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের কাঠগড়ায় মোদী! বর্তমান পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকেই সরাসরি দায়ী করল ফরাসি সংবাদপত্র ‘ল্য মঁদ’

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলল একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ফরাসি সংবাদপত্র ‘ল্য মঁদ’-এর সম্পাদকীয় প্রতিবেদনে বর্তমান পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকেই সরাসরি দায়ী করা হয়েছে।

বলা হয়েছে, এই পরিস্থিতির জন্য ‘করোনাভাইরাসের অপ্রত্যাশিত ভোলবদলের’ পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর ‘ঔদ্ধত্য, অপরিণামদর্শিতা, এবং জনপ্রিয়তা আদায়ের চেষ্টা’ই দায়ী। আরও বলা হয়েছে, মানুষকে রক্ষা করার থেকেও নিজের ভাবমূর্তি গড়ায় বেশি ব্যস্ত ছিলেন মোদী। স্বাস্থ্যবিধি উড়িয়ে একের পর এক জনসভা করেছেন তিনি। কুম্ভের মতো জনসমাবেশের অনুমতি দিয়ে সংক্রমণের পথ প্রশস্ত করেছেন।

ফেব্রুয়ারি মাসের গোড়াতেও যখন দেশে সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, তখন বিভিন্ন দেশে করোনা প্রতিষেধক পাঠিয়েছে ভারত। সেই টিকা-কূটনীতিকে বিঁধে ফরাসি সংবাদপত্রে বলা হয়েছে, ‘তখন বিশ্বের ওষুধ ভাণ্ডার হিসেবে নিজেকে তুলে ধরেছিল ভারত। ভাবখানা ছিল এই রকম যে, নিজেদের জন্য পর্যাপ্ত টিকা রেখেই লক্ষ লক্ষ টিকা তারা বিদেশে সরবরাহ করছে। মাত্র তিন মাসের মধ্যে তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’

ওই সংবাদপত্রের মতে, এর দায় শুধু ভাইরাস বা ভ্যারিয়েন্টের উপরে চাপানো যায় না। নরেন্দ্র মোদীর দূরদর্শিতার অভাব, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার উদগ্র বাসনা আর ঔদ্ধত্যই ভারতকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। অবস্থা এখন নিয়ন্ত্রণের বাইরে। বিদেশি সাহায্যের প্রয়োজন পড়ছে।

 

Leave a Reply

error: Content is protected !!