Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘সৌরভকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন মোদী’, বিস্ফোরক দাবি যুবনেতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে যোগ দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মানসিক চাপ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, এমনটাই বিস্ফোরক দাবি ডিএমকে এর যুবনেতা উধয়ানিধি স্টালিনের।

শুক্রবার বিতর্কিত এই মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন ডিএমকে যুবনেতা স্টালিন। উল্লেখ্যে, গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এরপরই অ্যাঞ্জিওগ্রামে তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ পাওয়া যায়। সেইদিনই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করে একটি স্টেন্ট বসানো হয় সৌরভের হৃদযন্ত্রে। পরে আবার হাসপাতলে ভর্তি হন তিনি। আরও দুটি স্টেন্ট বসে তাঁর। গোটা ঘটনায় সৌরভের উপর কোনওরকম মানসিক চাপ ছিল কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিসিসিআই সভাপতি পদে থাকার করাণে তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের ঘনিষ্ঠতা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি, একাধিক বিজেপি নেতার মন্তব্যে সৌরভের পদ্ম শিবিরে যোগদান নিয়েও একাধিক কানাঘুঁষো শোনা যায়। এমনকী প্রিয় দাদাকে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও দেখতে শুরু করেছিলেন গেরুয়া সমর্থকরা। আর এবার যুবনেতা স্টালিনের মন্তব্যে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

ইতিমধ্যেই দু’টি দফায় নির্বাচন হয়ে গিয়েছে বাংলায়। তার মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই মন্তব্য বিজেপি শিবিরকে চরম অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এহেন অভিযোগ নতুন করে জল্পনা তৈরি করল বাংলায়।

অন্যদিকে, নরেন্দ্র মোদীকে নিয়ে আরও অনেক চাঞ্চল্য়কর মন্তব্য করেন এই যুবনেতা তথা অভিনেতা। তাঁর কথায়, ‘মানসিক যন্ত্রনা দিয়ে সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে মেরে ফেলেছেন নরেন্দ্র মোদী। তাঁদের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী দায়ী।’ উধয়ানিধি স্টালিন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও তিনি বলেন, ‘বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিনহাও মানসিক চাপ সহ্য করতে না পেরে তৃণমূলে যোগদান করেছেন।’

Leave a Reply

error: Content is protected !!