দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বিজেপি সরকারকে একহাত নিলেন মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তিনি বলেছেন, বিজেপি সরকার মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চাইছে। দেশের মুসলিমরা তা বুঝতে পারছে না।
ওয়েসী আরও বলেন, ‘দেশের মুসলিমদের বুঝতে হবে যে আমরা দীর্ঘকাল ধরে ধর্মনিরপেক্ষতার ‘কুলি’ হতে পারি না। তাহলে আমাদের ভোট কেন ধর্মনিরপেক্ষ দলগুলোর কাছে যাওয়া উচিত। মুসলিমদের উচিত নিজ সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের সন্ধান করা। এটাই একমাত্র উপায় যার মধ্য দিয়ে এটা সুনিশ্চিত হবে যে আমাদের সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে।’
মুসলিমদের উদ্দেশ্যে ওয়েসী বলেন, ‘দয়া করে আপনারা নিজেদের মধ্যে নেতৃত্ব তৈরি করুন। আপনারা নিজেরাই নিজেদের পরিবর্তন করুন। কারণ আসমান থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না।’