দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করলেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। বিরোধী পক্ষ কালো জাদু করছে, তাই পর পর মৃত্যু হচ্ছে বিজেপি নেতাদের – ঠিক এই ভাষাতেই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলে দিলেন সাধ্বী প্রজ্ঞা।
গত ৬ অগস্ট কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ এবং গত ২৪ অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। এই দুই বিজেপি নেতার প্রয়াণ প্রসঙ্গে সাধ্বীর দাবি, ‘‘মারণ-উচাটনের মতো কালা জাদু বা মারক শক্তি প্রযোগ করছে বিরোধী পক্ষ। তাই একের পর এক মৃত্যু হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। এই মৃত্যু কোনও স্বাভাবিক ঘটনা নয়, এর পিছনে দুষ্ট শক্তির প্রভাব কাজ করছে।’’