দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরল এবং পাঞ্চাব সরকারের পর এবার নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ করানো সিদ্ধান্ত নিতে চলেছে একাধিক কংগ্রেস শাসিত রাজ্য। মনে করা হচ্ছে কংগ্রেস শাসিত রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ও এই পথেই হাঁটবে।
সূত্রের খবর, কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা করেছেন হাইকমান্ডের সঙ্গে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁদের রাজ্যে সিএএ-এনআরসি চালু করতে দেবেন না।
এই নিয়ে ১৩টি অবিজেপি রাজ্য সিএএ বিরোধিতায় সরব হল। গত কাল পাঞ্জাব বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সবার প্রথমে নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরব হলেও এখনও পর্যন্ত বিধানসভায় সিএএ বিরোধী কোনও প্রস্তাব পাশ করেনি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন