দৈনিকসমাচার, ডিজিটাল ডেস্ক : শুধু এপ্রিল থেকে আগস্টের মধ্যে প্রায় ২.১ কোটি সংখ্যক বাঁধা বেতনের চাকরিজীবী কাজ হারিয়েছেন। এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এল উপদেষ্টা সংস্থা সিএমআইই-এর পরিসংখ্যানে।
পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ সালের শেষে যেখানে দেশে বাঁধা বেতনের চাকরিজীবীর সংখ্যা ৮.৬ কোটি ছিল, সেখানে অগস্টে তা নেমে এসেছে ৬.৫ কোটিতে। অর্থাৎ, কমেছে ২.১ কোটি।
গত এপ্রিল ও মে মাসে তো বহু মানুষ কাজ হারিয়েছেনই, জুলাই ও আগস্টেও সেই সংখ্যা যথাক্রমে ৪৮ এবং ৩৩ লক্ষ। ২০১৮-১৯ সালে দেশে বাঁধা বেতনের চাকরি বেড়েছিল মাত্র ০.০১%। ২০১৯-২০ সালে উল্টে চাকরির সংখ্যা সরাসরি কমে গিয়েছে ১.৮%।