Tuesday, October 8, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛কম্মের ঢেঁকি’ উত্তরপ্রদেশ পুলিশ! থানা থেকে অপহরণ করে নাবালিকাকে ধর্ষণ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যোগীর উত্তরপ্রদেশে যেন সিনেমা চলছে! অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা ১৬ বছরের এক কিশোরীকে থানা থেকেই ফের অপহরণ করে তাকে কয়েকদিন ধরে ধর্ষণ করল একাধিক ব্যক্তি। উত্তরপ্রদেশের এই ঘটনা সামনে এসেছে বুধবার।

কিশোরীর বাড়ির লোক জানিয়েছেন, ১৪ অগস্ট সে প্রথমবারের জন্য নিখোঁজ হয়। সেই ঘটনার তিন দিন পর বাড়ির কাছেই একটি গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এটাওয়া-র আওয়াগড় থানার পুলিশি হেফাজত থেকে ফের অপহরণ করা হয় তাকে। ২১ অগস্ট ওই নির্যাতিতার বয়ান নথিভুক্ত করানোর জন্য ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।

পুলিশের দাবি, যারা আগের বার অপহরণ করেছিল তারাই ফের থানা থেকে অপহরণ করে। গত ২৭ অগস্ট গুরুগ্রামের দু’কামরার একটি ঘর থেকে তাকে আবারও উদ্ধার করা হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় নির্যাতিতা জানিয়েছে, ওই সময়কালে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে এবং একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছিল।

 

 

Leave a Reply

error: Content is protected !!