দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সদ্যই রাজ্যে ভার্চুয়াল র্যালি করে ২০২১-এ তৃণমূলের বিদায়ঘণ্টা বাজানোর শপথ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করেছেন, ২১-এ ‛করোনা এক্সপ্রেস’-এই রাজ্যছাড়া হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এহেন মন্তব্যের রেশ কাটতে না কাটতেই জেলায়-জেলায় বিজেপির ঘর ভেঙে তৃণমূলে ফিরছেন ঝাঁকেঝাঁকে নেতা-কর্মী।
মেদিনীপুরের গড়বেতা তিন নম্বর ব্লকের দুই নম্বর কড়সা অঞ্চলে তৃণমূলের কর্মীসভায় প্রায় ৩০০ জন কর্মীকে নিয়ে যোগ দিলেন বিজেপি নেতা কবিরুল ইসলাম। এই কবিরুল বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অপরদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অন্ডাল ৪ নম্বর মণ্ডলের সম্পাদক ভারতী ধীবর ও তাঁর অনুগামীরা। সোমবার সকালে অন্ডাল উত্তর বাজারে তৃণমূল পার্টি অফিসে দল বদল হয়।