দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ৩ ডিগ্ৰির নীচের তাপমাত্রা। আর এই হাড় কাঁপানো শীত সহ শত বাধাকে অতিক্রম করে দীর্ঘ ২৫ দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কৃষক বিরোধী কৃষি আইনের বাতিলের দাবিতে অনড় কৃষকরা। একদিকে কৃষি আইন বাতিল করতেও অনড় মোদী সরকার। ফলে একাধিক বার আলোচনায় বসেও সমাধান কিছুই হয়নি। পাঁচবার কেন্দ্র-কৃষক বৈঠক হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। এর মধ্যেই আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। উত্তরপ্রদেশ সীমান্ত অবরুদ্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
এর আগে কৃষক আন্দোলন চলাকালীন বেশ কয়েকবার দিল্লি-জয়পুর হাইওয়ে অবরুদ্ধ করেছেন কৃষকরা। ভারত বনধ ও ভুখ হরতাল কর্মসূচিও পালন করেছেন তাঁরা। এবার উত্তরপ্রদেশ ও দিল্লির মধ্যে গাজিয়াবাদ সীমান্ত অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। অবশ্য সতর্ক রয়েছে প্রশাসন। গাজিয়াবাদ সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিমকোর্টে কৃষক সংগঠনের দায়ের করা পিটিশনের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কোনও বিষয়ে কারও ক্ষোভ থাকতেই পারে এবং তার জন্য আন্দোলন চলতেই পারে। আন্দোলনে কারও সমস্যা নেই। কিন্তু দেখতে হবে তাতে যেন অন্য কোনও সমস্যা না হয়। আর আন্দোলন করলেই শুধু চলবে না, সমস্যা সমাধানের চেষ্টাও করতে হবে। এখন দেখার এই পরিস্থিতি আগামী দিনে কোনদিকে যায়।