নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশজুড়ে তুমুল আন্দোলন চলছে। আগামী ২৭ ডিসেম্বর বামফ্রন্ট সহ একাধিক দল কলকাতায় নাগরিকত্ব আইন, এনপিআর ও এনআরসি বিরোধী এক মহামিছিলের ডাক দিয়েছে। সেই মহামিছিলকে সমর্থন জানিয়ে পার্টি কর্মীসহ সকল রাজ্যবাসীকে যোগদান করার বার্তা দিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
আজ দুপুরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মনসা সেন ও পার্টির জেনারেল সেক্রেটারি সারওয়ার হাসান। এদিনের সাক্ষাতে নাগরিকত্ব আইন ও রাজ্যে চলমান আন্দোলন প্রসঙ্গে বিমান বসুর সঙ্গে খোলামেলা আলোচনা করেন ওয়েলফেয়ার পার্টির নেতারা। এই বৈঠক শেষে মহামিছিল সমর্থনের ঘোষণা দেন মনসা সেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন