এম. এ. রশিদ, দৈনিক সমাচার, বাংলাদেশ : “বাবা, আমার তো টাকা নেই, আমার ছবিগুলো ইন্টারনেটে দাও। বিক্রি হলে সব টাকা দিয়ে আমিও গরিব মানুষকে সাহায্য করবো।”
কথাগুলো শিশু মুনতাহা মারসি’র। সে রংপুর সদরে আইজিএস স্কুলে কেজি শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি করোনা সংকটে টিভি চ্যানেলে খেলোয়াড়দের ব্যাট নিলামের খবর দেখে অনুপ্রানিত হয়ে মুনতাহা মারসি তার আঁকা ছবি বাবাকে ইন্টারনেটে দিতে বলে।
শিশুটির বাবা প্রকাশক সাকিল মাসুদ ছবিটি নিলামের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে বর্তমান মুল্য ৩৫০০ টাকা পর্যন্ত নিলামে দরদাম উঠেছে।
শিশুটির বাবা আরো জানান ছবিটির শিল্পমূল্য কিংবা আর্থিক মূল্য কী? আমি জানি না। তবে এর মানবিক মূল্য অনেক বেশি। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিলামের উদ্দেশ্যেই শেয়ার করি। তা দেখে ইতোমধ্যে অনেকে দামও হাঁকিয়েছেন। ছবিটি বিক্রি হলে সব অর্থ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হবে।