Friday, November 22, 2024
ফিচার নিউজসম্পাদকীয়

প্রেমে মজনু দুনিয়া! কিন্তু দিনের পর দিন বাড়ছে প্রেমঘটিত খুনের স‌ংখ্যা, নিস্তার কি মিলবে?

ছবি : প্রতিকী

সম্পাদকীয় ডেস্ক : প্রেমঘটিত খুনের স‌ংখ্যা বৃদ্ধি পেয়েছে ভারতে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) যে তথ্য সামনে এনেছে, সেটা নিঃসন্দেহে চাঞ্চল্যকর। প্রেম বা ভালবাসা হচ্ছে মানুষের মনের একটি মোলায়েম কোণ, প্রেম মানুষের হৃদয়কে সাধারণত বিশালত্বের পথে নিয়ে যায় বলেই শোনা যায় ক্লাসিক গল্পে, কবিতায়। কিন্তু মনস্তাত্ত্বিক জটিলতার বাড়বাড়ন্তে প্রেমঘটিত অপরাধ বৃদ্ধি পাওয়ায় সুশীল সমাজের কপালে চিন্তার ভাজ পড়তে বাধ্য।

প্রকাশিত তথ্য অনুসারে ২০০১ থেকে ২০১৭-র মধ্যে দেশে প্রেমঘটিত অপরাধ ব্যাপকহারে বেড়ে গেছে। ভারতে যত হত্যাকাণ্ড স‌ংঘটিত হয়, এর পেছনে থাকা তিনটি কারণের মধ্যে দ্বিতীয় কারণটিই হচ্ছে প্রেম ও অবৈধ প্রেম বলে সমীক্ষায় প্রকাশ।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

অস্বীকার করার কোনও উপায় নেই যে, মানুষের জীবনে প্রেম সবসময় সবল কিংবা বৈধ পথ ধরে আসবে, এরকম কোন‌ও গ্যারান্টি দেওয়া যাবে না। প্রেম নামক ব্যাপারটি বরাবরই মানুষের মনস্তত্ত্বে খুব জটিলভাবে তার জাল বিস্তার করে থাকে। ফার্স্ট লাভ, প্রথম প্রেম, কম বয়সের প্রেম, কলেজ বা ইউনিভার্সিটির প্রেম প্রভৃতির ধরন একরকম। পক্ষান্তরে পরিণত বয়সের প্রেম মানুষের জীবনে এমন এক অব্যয় হয়ে উদিত হয় যে, এর টান থেকে মুক্ত হতে পারেন না দু পক্ষ‌ই। প্রেমে যদিও স্বর্গীয় কোনও কিছু নেই বলে অনেকে বলে থাকেন, কিন্তু তবুও বলা চলে যে ,প্রকৃত প্রেম বা পবিত্র প্রেম ছিল এবং আছে বলেই পৃথিবীটা আজও স্নিগ্ধতায় ভরপুর হয়ে রয়েছে। কাম ও লোভ থেকে অনেকেই নিজেদের প্রেমকে সরিয়ে রাখতে পেরেছেন।

শারীরিক বাধাগ্রস্ত প্রেমাস্পদকে সারা জীবন প্রেমের সুশীতল ছায়ায় দান করা প্রেমিক কি়ংবা প্রেমিকার স‌ংখ্যা কম হলেও বিরল নয়। প্রেম এক অনুপম প্রেরণা হয়ে কীভাবে মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে থাকে, সেটার উদাহরণ ভুরি ভুরি রয়েছে। প্রেম যদি সঠিক প্রেম হয়ে থাকে, তবে তার মধ্যে একটা শক্তিও অবস্থান করে। এই শক্তি মানুষের সার্বিক উত্তরণে সহায়ক হয়।কিন্তু কামজ প্রেম আসলে প্রেম‌ই নয়, বরং এটা লালসা নিবৃত্তির পরিধির মধ্যে সীমাবদ্ধ এবং সমাজে অশান্তি বৃদ্ধির অন‍্যতম হেতুও।

আকর্ষণ ও প্রেমের মধ্যে ভাবগতভাবে অনেক ফারাক রয়েছে। নিছক আকর্ষণ তথা যেনতেন প্রকারে তথাকথিত প্রেমাস্পদকে হাসিল করতে গিয়ে কখন যে অনেক সহজ সরল মানুষ‌ও অপরাধীতে পরিণত হয়ে যায়, সেটা বুঝতে পারে না। যাই হোক, উন্নত সমাজ গঠনের লক্ষ্যে অন্তত প্রেম নামক ব্যাপারটি যাতে অপরাধের জন্ম না দেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে। প্রেমের নামে যারা মানুষ খুন করে, তাদের প্রাণে সঠিক প্রেমের অনুভূতি জাগুক, এ আশা করবে সমাজ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!