Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

স্তিমিত হচ্ছে মোদী ঝড়? ধীরে ধীরে প্রভাব কমছে গেরুয়া ব্রিগেডের, চিন্তায় বিজেপি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সর্বভারতীয় রাজনীতির মানচিত্রে ধারাবাহিকভাবে ফ্যাকাশে হচ্ছে গেরুয়া রঙ। মোদী সরকারের প্রথম মেয়াদের শেষ দিকে প্রথমে পাঞ্জাবে ক্ষমতাচ্যূত হয় এনডিএ। পরে গত বছর ডিসেম্বর মাসে হিন্দি বলয়েই নরেন্দ্র মোদী, অমিত শাহদের পায়ের তলার মাটি সরে যায়। মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থানের ভোটে হারতে হয়েছিল বিজেপিকে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সম্প্রতি হরিয়ানা আর মহারাষ্ট্রের নির্বাচনেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। হরিয়ানায় একক সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করতে পারেনি বিজেপি। আর মহারাষ্ট্রেও পুরনো শরিকের সঙ্গে মতান্তরের জেরে ক্ষমতা হাতছাড়া হয়েছে কালই। এখনও পাঁচটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি তথা এনডিএ। গুজরাত, বিহার, কর্নাটক, অসম ও উত্তরপ্রদেশ।

মহারাষ্ট্র ভোটের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কর্ণাটকেও। সেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন ইয়েদুরাপ্পা সরকার। ৫ ডিসেম্বর কর্নাটকে ১৫ টি আসনে উপনির্বাচন হবে। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে না পারলে কর্নাটকেও সংখ্যালঘু হয়ে পড়তে পারে বিজেপি সরকার। আবার ঝাড়খণ্ডে বিধানসভা ভোট আসন্ন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!