Thursday, March 28, 2024
ইতিহাসফিচার নিউজ

আজ সেই দিন! ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও, মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল ১৮ আগস্ট

ছিন্ন হয়েও ১৮ আগস্ট ফের জুড়ে ছিল মুর্শিদাবাদ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে দেশভাগ ঘোষণার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা পূর্ব পাকিস্তানে পড়ে যায়। আকাশবাণীর খবরে হঠাৎ করে জানা যায় মুর্শিদাবাদ স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না। দেশ ভাগের মানচিত্রের উপরে আঁচড় টেনে তালগোল পাকিয়ে দিয়েছিলেন সিরিল র‌্যাডক্লিফ সাহেব।

পরদিন ১৫ আগস্ট জেলার সর্বত্র পাকিস্তানের পতাকা ওড়ে। পরে দিল্লি থেকে নানা ভাবে খবর মেলে ১৭ আগস্ট সন্ধ্যা নাগাদ, মুর্শিদাবাদ জেলা ভারত-ভুক্ত হয়েছে। মুর্শিদাবাদের জেলার প্রবীণেরা তাই মনে করেন, ১৫ অগস্ট নয় ১৮ অগস্ট জেলার স্বাধীনতা দিবস।

 

 

Leave a Reply

error: Content is protected !!