দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল বাংলার মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ। বুধবার অযোধ্যায় যখন ধূমধামের সঙ্গে চলছে ভূমিপুজো, তখন উত্তর ২৪ পরগনার বারাসতের নতুনপল্লিতে হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষই একযোগে রামের পুজো করলেন।
তাঁদের কথায়, রাম কোনও বিশেষ ধর্মের প্রতিভূ নন। রাজা হিসেবে রামচন্দ্রের প্রধান ধর্ম হল দুষ্টের দমন ও শিষ্টের পালন। নতুনপল্লির স্থানীয় বাসিন্দা রাজীব আহমেদ খানের নেতৃত্বে আয়োজিত হয়েছিল ওই পুজো।
অবশ্য রাজীব আহমেদ খান উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। ফলে এর সঙ্গে বিজেপির নাম জুড়ে গেলেও হিন্দু-মুসলিম একযোগে রাম পুজো করছে, বিষয়টির প্রশংসা করেছেন সাধারণ মানুষও।
সোশ্যাল সাইটে এই খবর চাউর হতেই পক্ষে বিপক্ষে মন্তব্য শুরু হয়েছে। অনেকেই ওই মুসলমানদের সমালোচনা করেছেন। যদিও কেউ কেউ প্রশংসা করে পাল্টা দাবি তুলেছেন, বাংলায় সম্প্রীতির জন্য রামের পুজোর পাশাপাশি পরের ঈদে গরু কাটুক হিন্দুরা। তবেই সমানে সমান হবে বলে মত তাঁদের।