Thursday, March 28, 2024
ইতিহাসফিচার নিউজ

৬ আগষ্ট – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৬ আগষ্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৮২৫ – ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে
  • ১৮৯০ – নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়
  • ১৯১৪ – রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে
  • ১৯১৪ – সাপ্তাহিক বসুমতি দৈনিক বসুমতি রূপে আত্মপ্রকাশ করে
  • ১৯৪৫ – জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করলে ভয়াবহ ধ্বংসলীলা সাধিত হয়
  • ১৯৬২ – যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা
  • হিরোশিমা দিবস
  • রবীন্দ্রপ্রয়াণ দিবস

Leave a Reply

error: Content is protected !!