দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতের মুসলিমরা সবচেয়ে সুখে আছেন বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার ভুবনেশ্বরে বুদ্ধিজীবীদের এক সভায় মোহন ভাগবত বলেন, ‛ভারতে মুসলমানরা সব থেকে সুখী। আর তার কারণ, আমরা অর্থাৎ হিন্দুরা আছি বলেই।’ তিনি বলেন, ভারতের হিন্দু সংস্কৃতির জন্য অন্য ধর্মাবলম্বীরা এত বেশি করে ভারতে এসেছেন।
আরএসএস প্রধানের দাবি, যখনই বিশ্বের কোনও দেশ দ্বিধায় পড়েছে, পথ হারিয়েছে তখনই তারা ভারতে এসেছে সত্যের সন্ধানে। অতীতে ইহুদিরা যখন আক্রমণের স্বীকার হয়েছিলেন তখন একমাত্র ভারতই তাঁদের আশ্রয় দিয়েছিল। পার্সিরাও এই দেশে এসে স্বাধীনভাবে ধর্মাচরণ করার পরিবেশ পেয়েছিলেন। অতীতে তিনি বলেছিলেন, ভারতে যারা বাস করে তারা সকলেই হিন্দু। তা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল।