দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের মুসলিম সম্প্রদায়ের পক্ষে ফের মুখ খুললেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তিনি মন্তব্য করেছেন, মুসলমানরা কংগ্রেস কিংবা কারও দয়ায় ভারতে বসবাস করেন না। তারা তাদের সাংবিধানিক অধিকার বলে এখানে বসবাস করছেন। বিজেপি সরকার এখন মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়েও খবরদারি করছে।
মহারাষ্ট্রে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে কংগ্রেস ও বিজেপিকে তুলধনা করেন ওয়েসী। এদিন রাহুল গান্ধীকেও এক হাত নেন তিনি। ওয়েসী বলেন, জাহাজের একজন ক্যাপ্টেন সবসময় ডুবন্ত জাহাজ থেকে সবাইকে নিরাপদে নামিয়ে দেওয়ার পর নিজের চিন্তা করেন। কিন্তু রাহুল এমন এক ক্যাপ্টেন, যিনি ডুবন্ত জাহাজ থেকে সবার আগে লাফ দিয়ে নেমে গেছেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন