দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা রায়ের ব্যাপারে মুখ খুললেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি। তিনি মন্তব্য করেছেন, বাবরি মসজিদের পক্ষে আমাদের দাবি-দাওয়ার মজবুতির জন্য যা যা করার প্রয়োজন ছিল, জমিয়ত নিষ্ঠার সঙ্গে তা করেছে। কিন্তু আমাদের ভাবনার বাইরে রায় আমাদের বিপক্ষে এসেছে।
এই ‘বিতর্কিত’ রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে ন্যায়বিচারের জন্য লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আরশাদ মাদানি। এই রায়ে হতাশা না হয়ে মুসলমানদের আল্লাহর ওপর ভরসা করে নিজ নিজ মসজিদ আবাদ করার আহবান জানিয়েছেন তিনি। একইসঙ্গে দেশের নিরাপত্তা ও শান্তির প্রয়োজনে এই রায়কে জয়-পরাজয়ের দৃষ্টিতে না দেখে মুসলমানদের আল্লাহর ওপর ভরসা করারও পরামর্শ দেন তিনি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন