দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শাহিনবাগ এলাকায় মুসলিম মহিলাদের অবস্থান বিক্ষোভের ধাঁচে বুধবার থেকে পার্কসার্কাস ময়দানে শুরু হল একই ধাঁচের আন্দোলন। দাবি একই– নাগরিকত্ব আইন, এনআরসি, এনপিআর চলবে না। শাহিন বাগের রাস্তায় যেমন সব বয়সের মহিলাদের দেখা যাচ্ছে, একই ছবি পার্কসার্কাসেও। শাহিন বাগে যেমন কোলে বাচ্চা মায়েদের, পার্ক সার্কাসেও সেই একই দৃশ্য। আন্দোলনকারীরা জানিয়েছেন, অনির্দিষ্টকাল চলবে এই আন্দোলন।
শাহিনবাগের সঙ্গে আরও মিল রয়েছে কলকাতার। ওখানেও যেমন পুরুষরা আড়ালে থেকে আন্দোলনকে সাহায্য করছেন, এখানেও তাই। সামনের সারিতে মহিলারাই। রাজিয়া বেগম নামের এক আন্দোলনকারী এদিন সংবাদমাধ্যমের সামনে বলেন, ‛আমি সিরাজউদৌল্লার বংশের মেয়ে। সপ্তদশ শতাব্দী থেকে আমার পূর্ব পুরুষরা এদেশে রয়েছেন। আর হঠাৎ করে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহকে কাগজ দেখাতে হবে? প্রমাণ দিতে হবে আমার বংশ পরম্পরার?’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন