Latest Newsদেশফিচার নিউজ

নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যোগ দিলেন ১০১ বছরের স্বাধীনতা সংগ্রামী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের জেরে গোটা দেশে যেন প্রতিবাদ আন্দোলনের ঢেউ উঠেছে। সমাজের সর্ব স্তরের মানুষ পথে নেমেছেন এই আইনের প্রতিবাদ করে। বিক্ষোভে-স্লোগানে মুখরিত হয়েছে দেশের শহরগুলি। কৃষক থেকে ছাত্রসমাজ– কেউ বাকি নেই পথে নামতে। এরই মধ্যে সামনে এল শতবর্ষ পার করা এক বৃদ্ধের ছবি।

সেই কবে গান্ধীজির সঙ্গে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। তখন শরীর-মন তরুণ। সালটা ছিল ১৯৪২। দেশের স্বাধীনতা আনার সে আন্দোলনে পা মেলানোটাই যেন কর্তব্য ছিল তাঁর। আজ ১০১ বছর বয়সে দাঁড়িয়েও সেই কর্তব্য ভোলেননি তিনি। তাই এই বয়সেও নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের বিক্ষোভমঞ্চ পর্যন্ত পৌঁছেছেন তিনি।

বেঙ্গালুরুর ফ্রিডম পার্ক এলাকায় বিক্ষোভে যোগ দেওয়া ওই স্বাধীনতা সংগ্রামীর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলতে পারেন না, হুইলচেয়ারই সঙ্গী। তাই হুইল চেয়ারে করেই বেরিয়ে এসেছেন পথে। বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। বিরোধিতা করেছেন নাগরিকত্ব আইনের। জানিয়েছেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার এই আইন তিনি সমর্থন করেন না।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!