Friday, January 17, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে না, একাদশ-দ্বাদশের পড়ুয়াদের অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দ্বাদশ ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল নবান্ন। ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার ‘তরুণের স্বপ্ন’ নামে ঘোষিত এক প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর থেকে প্রতি বছরই এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে মমতা সরকার ঘোষণা করেছিল, চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে।

ঘোষনা অনুযায়ী রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দফতর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দফতর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ এই সিদ্ধান্ত। তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Leave a Reply

error: Content is protected !!