Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

অভিনব প্রচারে নামল কংগ্রেস! সিএএ বিরোধী বার্তা লেখা ১ লাখ ‘গামছা’ সংগ্রহ অসমে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিএএ ইস্যুতে অভিনব প্রচারে নেমেছে কংগ্রেস। হাতে আর এক মাস। তার মধ্যেই হবে অসমের বিধানসভা নির্বাচন। এখানে ১ লাখ ঐতিহ্যবাহী স্কার্ফ–তোয়ালে জোগাড় করেছে কংগ্রেস। আর সেই সব স্কার্ফ–তোয়ালের উপর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বার্তা লেখা থাকবে। সুতরাং এই স্কার্ফ বা তোয়ালে নির্বাচনের আগে রাজ্যে ছড়িয়ে পড়লে বিজেপির কাছে চাপ তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আগেই অসমে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, নির্বাচনে জিতলে অসমে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করবে না কংগ্রেস সরকার।

ইতিমধ্যেই কংগ্রেস প্রচার করতে শুরু করেছে, বিজেপি যতই চেষ্টাই করুক, সিএএ (নাগরিকত্ব সংশোধন আইন) চালু হতে দেব না। কংগ্রেসের দাবি, অসম চুক্তিই এখানে শান্তি, সহাবস্থান বজায় রাখতে পারে, অন্য কিছু নয়। তাই রাজ্যে ক্ষমতায় এলে কোনওভাবেই সিএএ হতে দেওয়া হবে না বলে কংগ্রেসের দাবি। অসম কংগ্রেস ঠিক করেছে যে সারা রাজ্যে এই ‘গামছা’ ছড়িয়ে দেওয়া হবে। এই বিষয়ে অসম কংগ্রেসের সভাপতি রিপুণ বোরা বলেন, ‘‌আমাদের আশা ঐক্যবদ্ধ ও সমৃদ্ধশালী অসম গড়ে তুলতে পারব। অশুভ শক্তির সঙ্গে লড়াই করে তা ফিরিয়ে আনব। আমরা কয়েকদিনে নাগরিকত্ব আইন বিরোধী ১ লাখ গামছা জোগাড় করেছি।’

Leave a Reply

error: Content is protected !!