Thursday, April 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

“হারিয়ে ভূত করে দেব, আট দফাতেই খেলা হবে” – বিজেপিকে হুঁশিয়ারি মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলায় এ বার বিধানসভা ভোট হবে ৮ দফায়। ২০১৬ সালের ভোটে সাত দফায় ভোট হয়েছিল। এ বার তার থেকেও এক দফা বেশি। শুক্রবার সন্ধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতেই ক্ষোভে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কমিশনের ঘোষণা শেষ হতে সন্ধ্যায় বাড়িতেই প্রেস কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি সূত্র থেকে জেনেছি, বিজেপি মানে নরেন্দ্র মোদী-অমিত শাহরা বাংলায় যে ভাবে ভোট করাতে চেয়েছিলেন, সে ভাবেই ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিজেপির লিস্ট আমি দেখেছি। সেই তালিকাই পড়ে শুনিয়েছে কমিশন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা কী ঠিক হল? বিহারে বিধানসভায় ২৪০ টি আসন রয়েছে। সেখানে ভোট হয়েছে তিন দফায়। অসমে তিন দফায় ভোট হচ্ছে। তামিলনাড়ুতে ২৩৯ টি আসন রয়েছে। সেখানে এক দফায় ভোট হচ্ছে। কেরলেও তাই। আর পশ্চিমবঙ্গে কিনা ৮ দফায় ভোট হচ্ছে! এটা কি সুবিচার হল?

মমতার অভিযোগ, মোদী-অমিত শাহরা জেলা ভাগ করতে চাইছেন। একেকটি জেলায় পার্ট ওয়ান, পার্ট টু করে ভোট নেওয়া হবে। এটা আবার কী সিস্টেম! তৃণমূলনেত্রী এদিন সরাসরি অভিযোগ করেছেন যে, প্ল্যানমাফিক অসম, কেরল, তামিলনাড়ুতে আগে ভোটটা করিয়ে নেওয়া হচ্ছে। যাতে বাকি সময়টা অমিত শাহ-নরেন্দ্র মোদীরা বাংলায় সময় দিতে পারেন।

এদিন মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমাকে হারাতে গোটা কেন্দ্রের সরকার নেমে পড়েছে। আমি বলছি, বাংলাকে আমি ভাল করে চিনি। বাংলার বর্ডার টু বর্ডার চিনি। সব চক্রান্ত ভেঙে দেব। খেলতে চাইছেন তো? খেলা তো হবেই। হারিয়ে ভূত করে দেব। আট দফাতেই খেলা হবে”।

 

Leave a Reply

error: Content is protected !!