নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শারদীয় উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‛সম্প্রীতি স্টল’ খুলেছে জামাআতে ইসলামী হিন্দ। শুধু জামাআত নয়, সম্প্রীতির লক্ষ্যে একাধিক মুসলিম সংগঠনের পক্ষ থেকেও নানান কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। দেশজুড়ে যখন সরকারি সহযোগিতায় ধর্ম নিয়ে মাতামাতি শুরু হয়েছে, তখন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মূল লক্ষ্য বলে জানিয়েছেন জামাআত নেতৃত্ব।
এদিকে হিন্দুদের পক্ষ থেকেও সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে, যদিও এপার বাংলায় না। বাংলাদেশের একটি পুজো মন্ডপের ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মন্ডপের ভিতরে টাঙিয়ে রাখা হয়েছে নামাজের সময়সূচি। মন্ডপে নামাজের সময়সূচি টাঙানো হয়েছে কেন? পুজো কমিটির জবাব, “আমরা সবাই মানুষ। আমরা জানি আমাদের ঢোলের আওয়াজে অনেক শব্দ হয় তাতে মসজিদে নামাজ পড়তে অনেক সমস্যা হয়। তাই আমরা পুজো মন্ডপের সামনে এই সময়টা দিয়ে রেখেছি, এই সময় থেকে শুরু করে ৩০ মিনিট পর্যন্ত আমরা ঢোল ব্যবহার বন্ধ রাখব এবং মাইকেও কোনো গান বাজাব না।”