দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নারদ স্টিং অপারেশন মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে গেল সিবিআই। নারদ কাণ্ডে চার হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করেই সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আজই তাঁদের আবেদনের শুনানির আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্ট।
নারদ স্টিং অপারেশন মামলায় তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। তার মধ্যে দুই মন্ত্রীও রয়েছেন। ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও নব নির্বাচিত বিধায়ক মদন মিত্রকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। প্রায় ৩ দিন তাঁদের জেল হেফাজতে রাখা হয়েছিল।
তিন দিন পর হাইকোর্টের জামিনের আবেদন জানান চার ধৃত। সিবিআই জামিনের বিরোধিতা করে। শেষে জামিন মঞ্জুর না করা হয়েও চার নেতার শারীরিক অবস্থার রিপোর্ট নিয়ে তাঁদের গৃহবন্দি দশায় রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর মামলাটি বৃহত্তর বেঞ্চে নিয়ে যাওয়া হয়।
আজ ফের বৃহত্তর বেঞ্চে নারদ স্টিং মামলার শুনানি রয়েছে। সেখানে মামলাটি বাইরের রাজ্যে নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়েও সিদ্ধান্ত হবে। একই সঙ্গে চার হেভিওয়েট নেতার জামিন নিয়েও শুনানি হবে। শনি এবং রবিবার কোর্ট ছুটি থাকায় এই শুনানি হয়নি। সোমবার তাই কোর্ট খুলতেই এই মামলার শুনানি হওয়ার কথা।
নারদ স্টিং অপারেশন মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাতারাতি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সিবিআই। চার হেভিওয়েট নেতাকে জেল হেফাজতে চাইছে সিবিআই। গৃহবন্দি থাকার নির্দেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে তারা। আজই শুনানি চেয়ে আবেদন জানিয়েছে সিবিআই। কোনও ভাবেই চার নেতাকে জেলের বাইরে রাখতে দিতে চাননা তাঁরা। এক্ষেত্রে প্রভাবশালী তত্বের উপরেই জোর দিচ্ছে সিবিআই।