দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ ভাষণে তিনি ঘোষণা করলেন, ‛করোনা আক্রান্তদের চিকিৎসায় ১৫ হাজার কোটি টাকা খরচের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।’ ওই টাকা খরচ হবে স্বাস্থ্য ক্ষেত্রে।
প্রধানমন্ত্রী জানান, ‛ওই টাকায় আইসোলেশন ওয়ার্ড, কিট, ভেন্টিলেটরের সংখ্যা দ্রুত বাড়ানো হবে। শুরু হবে মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ট্রেনিংয়ের কাজ।’
তিনি আরও জানান, আর কোনও গা-ছাড়া মনোভাবের সুযোগ নেই। এবার পুরোপুরি লকডাউন। সারা দেশের সমস্ত কিছু বন্ধ। এ-ও এক রকমের কার্ফু। তিন সপ্তাহের জন্য সব বন্ধ।