Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সিলিন্ডার পিছু ১০০ টাকা দাম কমল রান্নার গ্যাসের, ভোটের আগে কেন?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। আসন্ন লোকসভা ভোটে মানুষের মন জয় করতেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।

সরকারি সূত্রের খবর, শুক্রবার রাত ১২টার পর থেকেই কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম। এপ্রিলেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। বিরোধীরাও মনে করছেন ভোটে জিততে মরিয়া হয়েই এই ঘোষণা মোদী সরকারের। উল্লেখ্য, গত বছর পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ টাকা কমিয়েছিল মোদী সরকার।

Leave a Reply

error: Content is protected !!