দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাতির পিঠে চড়ে বনে-জঙ্গলে ঘুরতে দেখা গেল ‛ভক্তের ভগবান’ নরেন্দ্র মোদীকে। নিজের ফেসবুক পেজে সেই ছবি শেয়ার করেছেন খোদ নমো। আসলে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে ঘুরতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিপে করে ও হাতিতে চেপে জাতীয় উদ্যানের বেশ কিছু অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় তার হাতে ছিল ক্যামেরা।
এই প্রথম কাজিরাঙা সফরে এসেছেন মোদী। প্রধানমন্ত্রী প্রথমে কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় হাতির পিঠে চড়েন। কিছু অংশ পরিদর্শনের পরে একই রেঞ্জের ভিতরে জিপ সাফারি করেন। মোদীর সঙ্গে ছিলেন জাতীয় উদ্যানের ডিরেক্টর সোনালী ঘোষ এবং অন্য ঊর্ধ্বতন বনকর্তারা। শুক্রবার তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে মোদী পৌঁছন পানবাড়ি হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে করে কাজিরাঙা যান শুক্রবার সন্ধ্যায়। রাত কাটান কোহরা রেঞ্জের অতিথিশালায়। শনিবার ভোরে তিনি সাফারির জন্য বেরোন।