Wednesday, February 5, 2025
রাজ্য

মহাকবি কৃত্তিবাস ওঝার জন্ম ভিটায় নবারুণের সাহিত্য সভা

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, দৈনিক সমাচার : নদিয়ার ফুলিয়াতে মহাকবি কৃত্তিবাস ওঝার জন্ম ভিটায় স্বল্প সময়ের এক আবেগঘন সাহিত্য চর্চা সভা অনুষ্ঠিত হয়ে গেল। মুর্শিদাবাদের সৈয়দ আহসান আলী সাহিত্য চর্চা কেন্দ্র এবং ওই জেলার‌ই আমতলার নবারুণ সাহিত্য পত্রিকার উদ্যোগে রামায়ণের বাংলায় কাব্যিক রূপদানকারী কৃত্তিবাস ওঝার স্মরণে এই সভার আয়োজন করা হয়েছিল।

এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক তুষার কান্তি মুখোপাধ্যায় এবং বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক কৃষ্ণাদাস মাইতি, কবি ডাক্তার তাপসী ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, বেশ কিছু পত্রিকার সম্পাদক, সাংবাদিক তথা সাহিত্য প্রেমীরা। আয়োজকদের তরফে জানানো হয়েছে এদিন চল্লিশাধিক কবি সাহিত্যিক তাঁদের রচনা, শিল্প তথা স্বপ্রতিভা প্রদর্শন করেন। তাঁদের মধ্যে অন্যতম রবীন্দ্র কুমার হালদার, একরামূল হক, শিখা চক্রবর্তী, আব্দুস সাত্তার, সাথী মণ্ডল, টুকটুকি প্রমুখ।

বেশ কিছু কবি, সাহিত্যিক, সাংবাদিককে গুণীজন সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন গিতিকার নবচঞ্চল বিশ্বাস, বিশ্বনাথ ভট্টাচার্য, গবেষক তাজুদ্দিন বিশ্বাস, কবি ও সাংবাদিক হামিম হোসেন মণ্ডল, অপূর্ব কুমার সেন, শ্রুভ্রা মুখার্জী, কবি হান্নান বিশ্বাস প্রমুখ। সভা শেষে মহাকবি কৃত্তিবাসের স্মৃতি জড়িত (মূলত সংরক্ষিত) লাইব্রেরী পরিদর্শন করেন সকলে। এখানেই রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় তেরঙা পতাকাটি। রয়েছে অনেক পুরোনো নথি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!