দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৪৩ বছরে জোট সরকারে প্রথমবার, মোদীর মন্ত্রিসভায় নেই কোনও অবিজেপি সদস্য। শেষবার হয়েছিল ১৯৭৭ সালে। তারপর থেকে কেন্দ্রের কোনও জোট সরকারের মন্ত্রিসভায় শুধুমাত্র একটি দলের মন্ত্রী ছিল না। রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর এনডিএ সরকারে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রত্যেক সদস্যই বিজেপির। আর ৫১ জন মন্ত্রীর মধ্যে মাত্র একজন অবিজেপি সদস্য আছেন – রামদাস আথাওয়ালে।
২০১৯ সালে কেন্দ্রে ক্ষমতায় ফেরে এনডিএ। যে জোটে দেশজুড়ে ২৪ টি রাজনৈতিক দল আছে। বিজেপির জোটদলগুলি থেকে মাত্র তিনজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পান। ভারী শিল্পের মন্ত্রী হয়েছিলেন শিবসেনার আনন্দ গীতে, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন অকালি শিরোমণি দলের হরসিমরত কৌর বাদল এবং ক্রেতা বিষয়ক মন্ত্রী হয়েছিলেন লোক জনশক্তি পার্টি – এলজেপির রামবিলাস পাসোয়ান।
গত বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল শিবসেনা। সেই সময় পদত্যাগ করেছিলেন গীতে। গত মাসে আবার কৃষি বিলের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়েন হরসিমরত। তারপর মন্ত্রিসভার একমাত্র অবিজেপি সদস্য ছিলেন রামবিলাস পাসোয়ান। কিন্তু দীর্ঘদিন অসুস্থতার পর গত বৃহস্পতিবার প্রয়াত হন তিনি।