দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিউ দিল্লি টেলিভিশন বা এনডিটিভি থেকে ইস্তফা দিলেন প্রতিষ্ঠাতা প্রণয় রায় এবং তাঁর স্ত্রী রাধিকা রায়। এনডিটিভির বোর্ড অফ ডিরেক্টর্সের সঙ্গে যুক্ত হলেন গৌতম আদানির প্রতিনিধি। মঙ্গলবার এনডিটিভির তরফেই একটি বিবৃতি দিয়ে প্রণয় এবং রাধিকার ইস্তফার কথা জানানো হয়েছে স্টক এক্সচেঞ্জকে। একই সঙ্গে তারা এ-ও জানিয়েছে, ওই পরিচালন গোষ্ঠীর বোর্ডে একই দিনে যোগ দিয়েছেন তিন নতুন অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ।
এর আগে প্রণয় রায়রা এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার হস্তান্তর করে আদানি নিয়ন্ত্রিত সংস্থার হাতে।এর ফলে এই সংবাদসংস্থার অধিগ্রহণের পথে আরও একধাপ এগিয়ে গেল আদানিরা। কয়েকদিন আগেই এনডিটিভির আরও ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য ‘ওপেন অফার’ দেওযার অনুমোদন পেয়েছিল আদানি নিয়ন্ত্রিত সংস্থা। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আদানিদের ‘ওপেন অফার’ জারি থাকবে। এর আগে অবশ্য এনডিটিভির তরফে অভিযোগ করা হয়েছিল, এনডিটিভির শেয়ার কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা সেবির নিয়ম লঙ্ঘন করছে আদানি গোষ্ঠী।