Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ছাত্র সংগঠন এসআইও’র সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন রমিস ই কে

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়া দিল্লি: ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও) সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন রমিস ই কে (Ramees EK)। তিনি ২০২৩-২৪ সেশনে এসআইও’র সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। রমিস কেরলের কোঝিকোড় জেলার কুট্টিয়াদির বাসিন্দা। তিনি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করছেন।

রমিস ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এসআইও কেরলের রাজ্য পরামর্শ পরিষদের সদস্য হিসাবে কাজ করেছেন এবং এক বছর এসআইও কেরলের অনলাইন পত্রিকা ক্যাম্পাস অ্যালাইভে (Campus Alive) সম্পাদনার কাজ করেছেন। সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার আগে, চলতি ২০২১-২২ সেশনে এসআইও ইন্ডিয়ার ক্যাম্পাস সেক্রেটারি ছিলেন রমিস। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের (HCU) দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার পর ক্যাম্পাসে প্রান্তিক ছাত্রদের জন্য ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে চলমান তৎকালীন ছাত্র আন্দোলনে তিনি অগ্রভাগে ছিলেন। জামিয়ার সিএএ ও এনআরসির বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের মধ্যে অন্যতম নাম রমিস ই কে।

Leave a Reply

error: Content is protected !!