দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যুবকদের ভুল পথে যাওয়া রুখতে হবে। নিয়ে আসতে হবে সঠিক পথে। আর এই কাজটা করতে পারবেন মহিলা পুলিশরাই। জম্মু-কাশ্মীরের জঙ্গি তৎপরতা কমানোর প্রসঙ্গে শুক্রবার এমনই অদ্ভুত মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে হওয়া ‛দীক্ষান্ত প্যারেড’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আইপিএস প্রবেশনারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “অল্প বয়স থেকেই যুবদের ভুল পথে যাওয়া থেকে আটকাতে হবে। মহিলা পুলিশরাই এই কাজটা করতে পারবেন সেখানকার মহিলাদের সঙ্গে মিশে।”
উল্লেখ্য, গত ৪২ সপ্তাহ ধরে ১৩১ জন আইপিএস প্রবেশনারের প্রশিক্ষণ চলে হায়দরাবাদে। এর মধ্যে ২৮ জন মহিলা। এদিন ছিল প্রশিক্ষণের শেষ দিন। সেই উপলক্ষেই এই ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল।