Sunday, February 23, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

কাজ হচ্ছে না ওষুধে, রামদেবের করোনিল বিক্রি বন্ধ করল নেপাল সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কাজ হচ্ছে না ওষুধে, রামদেবের পতঞ্জলির ওষুধ করোনিল বিক্রি বন্ধ করল নেপাল সরকার। সূত্রের খবর, নেপালের ডিপার্টমেন্ট অব আয়ুর্বেদ অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিনস একটি নির্দেশিকায় জানিয়েছে, নেপালে করোনিলের ১৫০০ কিট পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। ওই ওষুধ নেপালে পাঠানো হয়েছিল উপহার হিসাবে।

যদিও নেপালের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পতঞ্জলির সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। নেপাল সরকারের এক মুখপাত্র বলেন, ‘‘নেপাল সরকার পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধ করোনিল এখনই নিষিদ্ধ করার কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তবে এখন বিক্রি বন্ধ থাকবে।’’

নেপালের আগে ভুটান সরকারও করোনিল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভুটানের ড্রাগ রেগুলেটরি অথরিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সেই পথেই এ বার গেল নেপাল।

 

Leave a Reply

error: Content is protected !!