দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইসরাইলে সরকার গঠনে ব্যর্থ হয়েছেন যুদ্ধবাজ তথা ফিলিস্তিনিদের ‛রক্ত চোষা’ বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার গঠনের দায়িত্ব এখন বেনি গান্তজের ওপর। ফলে ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে।
নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর এখন নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল বেনি গান্তজের ওপর। জেরুজালেম শহরে এক সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট রোভেন রিভলিন বেনি গান্তজকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন।
গত নির্বাচনের ফলাফলে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেনিগান্তজকে ঐক্য জোটের সরকার গঠন করতে হবে। এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করে গান্তজ বলেছেন, “আমি একটি উদারপন্থী ঐক্যমতের সরকার গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি। এজন্য প্রয়োজন হলে আগামী কিছুদিনের মধ্যে আমি কঠোর সিদ্ধান্ত নেব।”
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন