Monday, October 7, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

হাসিনাকে কাঠগড়ায় তুলতে বদ্ধপরিকর বাংলাদেশ, মোদী সরকারের কাছে প্রত্যর্পণের দাবি জানাবে ঢাকা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশের নয়া অন্তর্বর্তিকালীন সরকার। জুলাই এবং আগস্ট মাসে হাসিনা-সরকার ক্ষমতায় থাকাকালীন পুলিশি সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি সাধারণ মানুষ। বহু মানুষ জখম হয়েছেন। বিভিন্ন মহলে হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করার কথা ভাবছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তিকালীন সরকার।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নবনিযুক্ত প্রধান আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘শীঘ্রই আইসিটির কাছে মানবতাবিরোধী নানা অপরাধ এবং গণহত্যার মামলায় শেখ হাসিনা-সহ অন্যান্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানাবে ঢাকা।’’ তিনি আরও জানিয়েছেন, এর পর তাঁরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন। হাসিনার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দেশের নানা প্রান্ত থেকে যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করা হবে। সত্যতা যাচাইয়ের পর সেই প্রমাণগুলিকে একত্র করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে পেশ করা হবে।

Leave a Reply

error: Content is protected !!