Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘তথ্য নেই’ তালিকায় নতুন সংযোজন! দেশে প্লাজমা ব্যাঙ্ক কত? তা-ও জানে না কেন্দ্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনের পরে কত জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার রাস্তায় মারা গিয়েছেন? জানেনা কেন্দ্র! কত জন শ্রমিক কাজ হারিয়েছেন? জানেনা কেন্দ্র! কত ছোট-মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছে, জানেনা কেন্দ্র!

সরকারের কাছে এসব তথ্য নেই বলে আগেই কেন্দ্র সংসদে জানিয়েছিল। দু’দিন আগে মোদী সরকারের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে কত জন ডাক্তার মারা গিয়েছেন, তার তথ্যও কেন্দ্রীয় সরকারের কাছে নেই।

‘তথ্য নেই’-এর সেই দীর্ঘ তালিকা এ বার আরও দীর্ঘ হল। সেখানে নতুন সংযোজন, প্লাজমা ব্যাঙ্ক। রবিবার স্বাস্থ্য মন্ত্রক সংসদে জানিয়েছে, দেশে কত প্লাজমা ব্যাঙ্ক রয়েছে, তার তথ্য সরকারের কাছে নেই। পাশপাশি গাড়ি শিল্পে কত জনের চাকরি গিয়েছে তাও আজ জানাতে পারেনি কেন্দ্র।

 

Leave a Reply

error: Content is protected !!