দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তৃণমূল ও কংগ্রেস যখন মতুয়া ভোটের দিকে তাকিয়ে তখন নিঃশব্দে মুসলিম ভোটের জন্য সক্রিয় হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি। এ রাজ্যে মতুয়া ভোটের প্রায় পাঁচ গুণ বেশি মুসলিম ভোটার। রাজ্যে মুসলিমদের হার প্রায় ৩০ শতাংশ। মতুয়া ভোটে দাগ বসানো যাবে না বুঝে অধীরের চোখ এবার মুসলিম ভোটের দিকে।
এ উপলক্ষে অধীর চৌধুরি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউটাউনের এক অভিজাত হোটেলে রাজ্যের সংখ্যালঘু বুদ্ধিজীবী, মুসলিম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বসছেন। অধীর চৌধুরির এই বৈঠকে মুসলিম প্রতিনিধিার যাতে উপস্থিত থাকেন তার জন্য আহ্বান জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।
এক আমন্ত্রণপত্রে কামরুজ্জামান বিভিন্ন মুসলিম বুদ্ধিজীবী ও সংগঠনগুলিকে এ ব্যাপারে বলেছেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে ও ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেমুসলিম বুদ্ধিজীবি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর রাউন্ড টেবিল বৈঠক। আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় The Pride Hotel নিউ টাউন। এই বৈঠকে আপনার উপস্থিতি কামনা করছি।”
এ ব্যাপারে মুহাম্মদ কামরুজ্জামান জানান, “রাজ্যে মুসলিমদের হার প্রায় ৩০ শতাংশ। অথচ শীর্ষ রাজনৈতিক দলগুলি সাধারণত মুসলিমদের উপেক্ষা করে থাকে। যদিও এই ৩০ শতাংশ ভোটের উপরই নির্ভর করে রাজ্যে কে সরকার গড়বে। তাই, বিজেপি বিরোধী শক্তির পক্ষে সওয়াল করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি যে মুসলিমদের সঙ্গে এ নিয়ে বসতে চেয়েছে তা নিশ্চই তাৎপর্যপূর্ণ।”