Wednesday, November 20, 2024
Fact CheckLatest Newsফিচার নিউজরাজ্য

বিমানের ডানায় মানুষ? ভুয়ো ভিডিও দেখাল নিউজ ১৮ বাংলা, জানুন ভিডিওটির আসল সত্যতা

কলকাতা, ২১ আগস্ট: তালিবানি শাসনের ভয়ে বিমানের ইঞ্জিনের ডানা আঁকড়ে ধরে উড়ে যাচ্ছেন এক আফগান ব্যক্তি — কম্পিউটার সফটওয়্যারে তৈরি একটি ভুয়ো ভিডিও দেখাল সংবাদ চ্যানেল নিউজ ১৮ বাংলা। পরে অবশ্য সম্পাদকীয় তরফে বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষমা চেয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় যে সব ভিডিও শেয়ার করা হচ্ছে, সেগুলিতে ১৫ ও ১৬ অগস্ট, হাজার হাজার আফগানকে হামিদ কারজাই বিমান বন্দরের ট্যাক্সিওয়েতে ভিড় করতে দেখা যায়। তালিবান মিলিশিয়া কাবুল দখল করে নেওয়ার পর, ওই আফগানরা দেশ ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা করছিলেন।

১৯ অগস্ট নিউজ ১৮ বাংলা, তাদের সংবাদ বুলেটিনে এই রকম এক পরিস্থিতির পটভূমিতেই চলমান এক বিমানের টারবাইনে শুয়ে এক ব্যক্তির উড়ে চলার ভিডিও তাদের খবরে সম্প্রচার করে। বলা হয়, বিমানের টারবাইনের ওপর শুয়ে যাত্রা করার ওই দৃশ্য একজন আফগানের পালানোর মরিয়া চেষ্টার সাক্ষ্য বহন করে।

ভিডিওটির কয়েকটি প্রধান ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় যে, ওই একই ভিডিও ২৪ অগস্ট ২০২০ ট্যুইট করা হয়। তা থেকে প্রমাণ হয় যে, তালিবানরা আফগানিস্তান দখল করার অনেক আগে থেকেই ভিডিওটি সোশ্যাল সাইটে ঘুরছে। ভিডিওটি আসলে ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। কারণ, ওই উচ্চতায় বিমান চলাকালে প্রবল বাতাস ও বাতাসের চাপ সৃষ্টি হয়। অথচ, টারবাইনের ওপর লোকটিকে একেবারে স্থির হয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: শিশুদের পার্কে উৎপাত বা জিমে তাণ্ডব করেনি তালিবানরা! পুরনো ভিডিও ছড়াচ্ছে ক্যালক্যাটা নিউজ

খুব ভালো করে লক্ষ করলে দেখা যায়, ভিডিওটির ওপরের বাঁ দিকে এক টিকটক ব্যবহারকারীর নাম রয়েছে— ‛হুয়াকুয়ানহোয়া’। নিচে ভাইরাল ভিডিওটি ও ২০২০ সালের আগস্ট মাসের ভিডিওটি মেলানো হয়েছে।

হুয়াকুয়ানহোয়া নামটিকে সূত্র ধরে আমরা ইউটিউবে সার্চ করি। তার ফলে ‛কুয়ান হোয়া টিভি’ নামের এক চ্যানেলে আমরা ভিডিওটি দেখতে পাই। সেটি ১৭ ডিসেম্বর, ২০২০ আপলোড করা হয়।

ভিডিওটিতে এক ব্যক্তিকে বিমানের টারবাইনে বসে অনেক রকম কাজ করতে দেখা যাচ্ছে। যেমন তাঁকে বসে থাকতে, শুয়ে থাকতে, ডেস্কটপ কম্পিউটারে কাজ করতে, এমনকি তাঁকে রান্না করতেও দেখা যায়।

 

Leave a Reply

error: Content is protected !!