কলকাতা, ১২ সেপ্টেম্বর: রবিবার সকাল থেকেই যোগী আদিত্যনাথের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি ঘিরে তীব্র টানাপোড়েন চলছে। এই ঘটনায় এইবার ময়দানে নামল সংশ্লিষ্ট সংবাদপত্র। এহেন ঘটনার জন্য ভুল স্বীকার করেছে সংশ্লিষ্ট সংবাদপত্র। তারা জানিয়েছে, তাদের মার্কেটিং বিভাগের ভুলেই এই বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে ট্যুইটও করেছে তারা।
সংশ্লিষ্ট সংবাদপত্র একটি ট্যুইট করে বলেছে, ‘উত্তরপ্রদেশ নিয়ে বিজ্ঞাপনের কভারে সংবাদপত্রের মার্কেটিং বিভাগ একটি ভুল ছবি ব্যবহার করেছে। এই ঘটনার জন্য সংবাদপত্র গভীর ভাবে দুঃখ প্রকাশ করছে। সংবাদপত্রের সব ডিজিটাল মাধ্যম থেকে ওই ছবি সরিয়ে দেওয়া হয়েছে।’