Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

তালিবরা কোনও অত্যাচার করেনি! কাবুল থেকে ঘরে ফিরে জানালেন বাংলার ছেলে তমাল

নিমতা, ২৩ আগস্ট: অবশেষে কাবুল থেকে বাড়ি ফিরলেন নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য। রবিবার রাত সাড়ে দশটার বিমানে আফগানিস্তান থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। এর পরে কলকাতা বিমানবন্দর থেকে পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে নিজের বাড়িতে পৌঁছন স্কুলশিক্ষক তমাল।

চলতি বছরের মার্চ মাসে তিনি নিমতা থেকে গিয়েছিলেন কাবুলে। পেশাগত কারণেই যেতে হয়েছিল। তখন সব ঠিকই ছিল। কিন্তু অগস্ট মাস থেকেই দুশ্চিন্তার মেঘ ঘনাতে শুরু করে। শেষমেশ ১৫ অগস্ট কাবুল দখল করে ফেলে তালিবান। অবশেষে সব বাধা কাটিয়ে বাড়ি ফেরেন তমাল।

তমালবাবুর ফেরার অপেক্ষায় ছিলেন বাড়ির লোক থেকে শুরু করে স্থানীয় মানুষজনও। সংবাদমাধ্যমের তরফেও ছিল কৌতূহল। তাই আজ, সোমবার সকাল থেকেই নানা মানুষের আনাগোনা শুরু হয় তাঁর বাড়িতে।

সুস্থভাবে দেশে ফিরে আসায় ভারতীয় বিমানবাহিনী এবং ভারতের বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন তমাল ভট্টাচার্য। যদিও আফগানিস্তানে তালিবানি সন্ত্রাসের কথা অনেক শুনলেও বা টিভিতে দেখলেও, তাঁর ওপর এমন কোনও অত্যাচার হয়নি বলেই জানান তমাল।

 

Leave a Reply

error: Content is protected !!