Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛আপনি চাইলে দল ছেড়ে দিতে পারেন’ – সিএএ বিরোধী নেতাকে সরাসরি বার্তা নীতীশের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশ জোড়া বিক্ষোভের মাঝেই দিল্লির ভোটে বিজেপির সঙ্গে জোট করেছে নীতীশের ইউনাইটেড জনতা দল। তাতে অসন্তুষ্ট হয়ে নীতীশের সমালোচনা করেছিলেন নীতীশের ঘনিষ্ঠ নেতা পবন বর্মা। তার জবাবেই বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী বলেন, তিনি ইচ্ছা করলেই আমাদের পার্টি ছেড়ে দিতে পারেন। পবনের অভিযোগ, বিজেপি নাগরিকত্ব আইনের নামে সমাজকে বিভক্ত করতে চাইছে।

নীতীশ বলেন, ‛আপনি বরং অন্য পার্টিতে যোগ দিন। আমার শুভেচ্ছা রইল।’ রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা জনতা দল ইউনাইটেডের জাতীয় সম্পাদক পবন বর্মা মঙ্গলবার ট্যুইট করে নীতীশের সমালোচনা করেন। তিনি বলেন, দিল্লির ভোটে নীতীশ যেভাবে বিজেপির সঙ্গে জোট বাঁধলেন, তাতে আমি ‘তাজ্জব’ হয়ে গিয়েছি।

তিনি আরও বলেন, ‛নীতীশ ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে বলেছিলেন, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক বিপজ্জনক শক্তি। এর পরেও তিনি বিজেপির সঙ্গে জোট বাঁধলেন কী করে?’ নীতীশের মন্তব্যে ফের পাল্টা মন্তব্য করতে গিয়ে পবন বলেন, সকলেই জানে, ইচ্ছা করলেই দল ছেড়ে দেওয়া যায়। আমি দলকে একটি চিঠি দিয়েছি। তার জবাব আসুক। তারপর স্থির করব, কী করা যায়।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!